ভৈরবে কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“সরিষা চাষ বাড়াবো তেলের চাহিদা মেটাবো সরিষা চাষে ভরবো দেশ স্বনির্ভর হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেল নির্বাহী অফিসার শবনম শারমিন।
আজ রবিবার সকাল ১১ টার সময় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিনা মুল্যে ৯৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের গম সরিষা সুর্যমূখী চিনা বাদাম পিয়াজ মুগ ও মসুর বীজ ও ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক কৃষাণীদের মাঝে এক কেজি করে বীজ ও দশ কেজি করে সার দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কৃষি অফিসার মতিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম।
সার্বিক সঞ্চালনায় ছিলেন উদ্ভিধ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে উপ-সহকারিবৃন্দসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







