ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংর্ঘষে কালা মিয়া নামে একজন নিহত হয়েছেন। নিহত কালা মিয়া ইসলামপুর গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।
এছাড়াও গুরুতর আহত অবস্থায় সবুজ মিয়া নামে আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার (১৬জানুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের সদস্যদের দাবী, একই গ্রামের মতি মিয়া লোকজনের সঙ্গে দুই বছর ধরে জায়গা নিয়ে মোল্লা বাড়ি নিহতের পরিবার সঙ্গে বিরোধ চলে আসছে।
গতকাল রাতে মতি মিয়ার লোকজন নিহত কালা মিয়ার ছেলে জসিম মিয়াকে মারধর করে। এ ঘটনার জের ধরে আজ সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মতি মিয়ার লোকজনের বল্লমের আঘাতে কালা মিয়া নিহত হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের বুঝার বাড়ি মতি মিয়ার লোকজন একই গ্রামের প্রতিবেশী কালা মিয়া ও তৌহিদ মিয়ার বাড়ির লোকজনের বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমির বিরোধ মেটাতে দুপক্ষের সালিস বসে। সালিসের মধ্যে দু’পক্ষের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, বধুনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে কালা মিয়া নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।