ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের সাথে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইন থেকে ছিটকে পড়ে।
রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের সময় শম্ভুপুর রেল গেইটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানিয়রা জানান, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শম্ভুপুর রেল ক্রসিংয়ে পাট বোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়।
এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী নাছিরাবাদ ট্রেনটি রেল ক্রসিংয়ে বিকল হওয়া ট্রাকটিকে সজোড়ে ধাক্কা দিয়ে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে রেলাইন থেকে অদুরে ছিটকে পড়ে। ট্রেন আসতে দেখে ট্রাক চালক ও হেল্পার দ্রুত নেমে পড়ে । ট্রেন ও ট্রাকের সংঘর্ষে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গেইটম্যান সঞ্জু মিয়া জানান, পাট বোঝাই ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় ট্রেন আসতে দেখে আমি লালবাতি সিগন্যাল দিলে ট্রেন চালক যথাসাধ্য গতিরোধ করতে চেষ্টা করে। তারপরও ট্রেনটি বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়েমুচড়ে লাইন থেকে ছিটকে পড়ে।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম খন্দকার বলেন, রাত ১ টা ১৭ মিনিটের সময় শম্ভুপুর রেল ক্রসিংয়ে পাট বোঝাই ট্রাকের সাথে ময়মনসিংহগামী ট্রেনের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কোন হতাহত হয়নি। বিকল হওয়া ট্রাক ও মালামাল পাহারায় আমাদের পুলিশ মোতায়েন রয়েছে এবং ট্রেন চলাচলও কিছুক্ষনের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়