ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) থেকে:
উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (০৯নভেম্বর)সকাল ১১টায় ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
পরে বঙ্গবন্ধু হল রুমের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর ঘুরে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফর রহমান সুজনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এছাড়াও আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।