ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে বাঁশগাড়ি বনানী পাড়া মসজিদুল আকসা জামে মসজিদ,মাদ্রাসা ও এতিমখানা র ভিক্তি প্রস্তর উদ্ধোধন করা হয়।
সোমবার (৯ই জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে বনানীপাড়া মসজিদুল আকসা জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সওদাগর কাজীর সঞ্চালনায় উক্ত মসজিদের উদ্ধোধন করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ।
পরে অতিথিবৃন্দ সকল কে ফুল দিয়ে বরণ করে নেন মসজিদুল আকসা জামে মসজিদ কমিটির সদস্য সহ এলাকার মুরুব্বি গণ এবং উক্ত অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ফজলুর রহমান, মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, ভৈরব কয়লা সমিতি সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের পিন্সিপাল শাহ আলম, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল হাসান টুটুল, অত্র মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ কোবায়েদ ও মাওলানা মোঃ লোকমান হাকিমী সাহেব প্রমুখ।