ইমন মাহমুদ লিটন ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ ভৈরবে আগানগর জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার আগানগর এলাকার ঐতিহ্যবাহী ওই জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভনিং বডি সভাপতি, আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সমুন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
বিশেষ অতিথি সাবেক রাষ্টপ্রতি জিল্লুর রহমানের এপিএস সাখাওয়াত হোসেন মোল্লা, ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আসমা আহমেদ,ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ।
ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল,সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামিম আহমেদ খোকন। উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি সদস্য ফরিদ শিকদার,আগানগর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, আগানগর ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি মোমেন শিকদার, সাধারণ সম্পাদক মোঃ বাছির আহমেদ। জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ গভনিং বডি সদস্য, ডাঃ ইদ্রিস মিয়া,জাহাঙ্গীর আলম, হালেমা বেগম,দাতা সদস্য মধু মিয়া, আওয়ামীলীগের সকল সংগঠনের নেতাকর্মী, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু তাপস চন্দ্র বিশ্বাস, শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম ও শামিম আলমের সঞ্চলনায় অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।