ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) থেকে:
কিশোরগঞ্জের ভৈরবে বুধবার দুপুর ১টায় ভবানীপুর সুলায়মান পুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী মহিউদ্দীন, সহকারী প্রকৌশলী শিমুল প্রধান, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হান্নান, সহকারী শিক্ষক বৃন্দ, বিদয়ালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দও স্হানীয় প্রতিনিধি বৃন্দ।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ বলেন- পড়াশোনার, পাশাপাশি নিজ বাড়ী খালি জায়গায় প্রত্যেককে শাকসবজি, গাছ রোপন করেন ও শিক্ষকদের ভালো করে বই পড়ে যেন ছাত্র ছাত্রদীর পাঠদান করা হয় এই আহবান জানান।