ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা মাহবুব বেপারী ফার্মেসীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৩ জানুয়ারি ) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২.৩০ মিঃ পর্যন্ত মেঘনা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মেঘনা জেনারেল হাসপাতাল ভৈরব এর ই.এম.ও ডা. মোশারফ হোসেন মেডিকেল ক্যাম্প থেকে গ্রামের শতাধিক নারী পুরুষ কে বিনা মূল্যে ব্লাড প্রেসার নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় এবং সাধারণ স্বাস্থ্য-সম্পর্কিত চিকিৎসা পরামর্শ, বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিমল বিশ্বাস।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্হিত ছিলেন মেঘনা জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এন্ড একাউন্ট অফিসার শাহাদাৎ হোসেন, অভিজ্ঞ নার্স সুমা আক্তার, মার্কেটিং অফিসার ফাহিমুল হক, ফার্মেসি ইনচার্জ রনি মিয়া, বেপারী ফার্মেসী প্রোঃ মাহবুব বেপারী প্রমুখ।
মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিমল বিশ্বাস জানান, আদর্শ মানব সেবার উজ্জ্বল প্রতিচ্ছবি, সুন্দর মনোরম পরিবেশ নিয়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদানে একটি আস্থার প্রতিষ্ঠান মেঘনা জেনারেল হাসপাতাল, আমরা ভৈরব পৌর শহর সহ-উপজেলার আশপাশের প্রতিটি এলাকায় অসহায় দরিদ্র মানুষ কে সেবা দিতে প্রতি মাসে অন্তত একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে।