ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভৈরবের শিমুলকান্দি ইউনিয়ন যুবলীগের ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা করছে ভৈরব উপজেলা যুবলীগ।
বুধবার (১৮জানুয়ারি) বিকালে শিমুলকান্দি হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিমুলকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লোকমান হোসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা যুবলীগের আহবায়ক অলিউল ইসলাম অলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ, মোঃ ইকবাল হোসেন,মোঃ আরমান উল্লাহ, ভৈরব উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য কাজী আলম,ফরিদ শিকদার, শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া রিপন, সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া,শিমুলকান্দি ইউনিয়ন ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ, আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন আগামী নির্বাচনে নৌকা মার্কা কে বিজয় করার লক্ষে প্রতিটি ওয়ার্ডের যুবলীগের সম্মেলনে সটিক নেতৃত্তের মাধ্যমে নেতা নির্ধারণ করার আহ্বান।
এসময় প্রস্তুতি সভা থেকে সম্মেলনের স্থান রাজনগর ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়, গোছামারা সাদেক মোড়,শিমুলকান্দি হাইস্কুক মাঠ,নির্ধারণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নেতাদের উপস্থিতিতে যুবলীগের ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১৮, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।