ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আমাদের অতি সামান্য ত্যাগ, কিংবা এক বিকেলের নাস্তার খরচ, বাঁচিয়ে দিতে পারে একটি জীবন, এই স্লোগান কে সামনে রেখে ইসমাইল মিয়া ফাউন্ডেশনে পথ চলা। কিশোরগঞ্জের ভৈরবে ইসমাইল মিয়া ফাউন্ডেশনের আয়োজনে গরীব ও অসহায় তিন শতাদিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ই জানুয়ারি) বিকালে চন্ডিবের শহীদ আইভি চত্বর ইসমাঈল মিয়া ফাউন্ডেশন সামনে বিভিন্ন বয়সের ৩ শতাদিক নারী-পুরুষ ও মাদ্রসার ছাত্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।
বক্তব্যরা বলেন ইসলাম মিয়া ফাউন্ডেশন প্রতি বারের ন্যায় এইবার কম্বল বিতরণের আয়োজন করেছেন, এবং একটি বৃদ্ধাশ্রম করার চিন্তাধারা করছেন আমরা এই ফাউন্ডেশনের সফলতা কামনা করি এবং যেকোন সহযোগিতায় আমরা পাশে থাকবো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, অত্র ফাউন্ডশনের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ মিষ্টু মিয়া, ইসমাইল ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ অলি মিয়া, ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতালি প্রবাসী ইসমাইল মিয়ার ছোট ভাই কোষাধ্যক্ষ কবির মিয়া, সদস্য আব্দুর রাকিব প্রধান প্রমুখ।