ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবেরের মেহের মমতাজ মিলনায়তনে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু হানিফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম সেকুল, ভৈরব পৌরসভার ১০, ১১, ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মৌসুনা রহমান বেলা, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, ভৈরবের বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় এবং উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক অভিনেতা সাইদুর রহমান বাবলু।