ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবন থেকে পড়ে মো. আরমান (২২) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
(১৩ ফেব্রুয়ারি) সোমবার বেলা ১২টার দিকে পৌর শহরের নিউটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পৌর শহরের চন্ডিবের পাগলা বাড়ির হিরণ মিয়ার ছেলে ।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, ভৈরবে নিউটন এলাকায় নিমার্ণাধীন সাততলা ভবনের দেওয়ালে রং করছিলেন মো. আরমান। হঠাৎ পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।