হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। বৈশাখী টিভিতে তানিন অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে।
এদিকে, আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) এটিএন বাংলা-এজেএফবি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চ মাতালেন তানিন সুবহা। পুরনো দিনের এবং এসময়ের বেশ কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী।
গানগুলো কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। প্রতি বছরের ন্যায় এবারো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম ‘আর্টিস্ট-জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’ বা ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৩-২৪।’ বিনোদন জগতের আতুরঘর বিএফডিসির এটিএন বাংলার ৯ নম্বর ফ্লোরে বসেছিল এবারের আসর। মিডিয়ার নামিদামি সব তারকার উপস্থিতি অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
এজেএফবি’র সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক নিরব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এজেএফবি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি পরিচালিত হয়। যেখানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনোদন দুনিয়ার সেরাদের হাতে পুরস্কার তুলে দেন।