নিজস্ব প্রতিবেদক:
তরুণ মডেল ও অভিনেতার নাম মুবিনুল হক। তার ছোটবেলার স্বপ্ন ছিল মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই স্বপ্ন নিয়ে তিনি ২০১৬ইং সালে চট্টগ্রামের উইন্ডোজ মাল্টিমিডিয়াতে গ্রুমিং-এর মাধ্যমে মিডিয়ার পথচলা শুরু করেন। যিনি সমানতালে কাজ করছেন ব্যান্ড ফটোশুট, বিলবোর্ড, ম্যাগাজিন, র্যা ম্প ফ্যাশন শো, মিউজিক্যাল ফিল্ম সহ সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করছেন জ্বলে উঠা এই মডেল ও অভিনেতা।
বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের ফ্যাশন শো এর কাজ এছাড়াও কণ্ঠশিল্পী সৈয়দ অমির ‘পরদেশী প্রেম’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন এই মডেল অভিনেতা।
এ প্রসঙ্গে মুবিনুল হক বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মডেল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই স্বপ্নের পথে এগিয়ে চলছি। বর্তমানে ব্যান্ড ফটোশুট, বিল বোর্ড, র্যা ম্প ফ্যাশন শো সহ টুকটাক কাজ করছি যা আমার জন্য ভীষণ ভালো লাগার। কাজের প্রতি একাগ্রতা থাকলে আমি জানি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সে লক্ষ্যেই নিজেকে তৈরি করে নিচ্ছি। তিনি আরো বলেন, আমি আস্তে আস্তে কাজ করে মানুষের মন জয় করতে চাই। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।