মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর জেলার মনোহরদী উপজেলার খিদির পুর ইউনিয়নের বীর আহম্মদ পুর গ্রামের বীর মুক্তি যোদ্ধা আব্দুল মতিনের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে মনোহরদী উপজেলার বীর আহম্মদ পুর নিজ বাড়ীতে এই কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তরের সচিব ফরিদ আহমেদ, ঢাকা (ডিএমপি) মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোঃ ইকবাল, মনোহরদী উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খাইরুল মজিদ মাহমুদ চন্দন, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তোহিন, বীর মুক্তি যোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তি যোদ্ধা উসমান গনী, বীর মুক্তি যোদ্ধা আবদুল খালেক মাস্টার, বীর মুক্তি যোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তি যোদ্ধা নিয়ত আলী, বীর মুক্তি যোদ্ধা আজগর আলী, লিয়াকত আলি, বীর মুক্তি যোদ্ধা আবদুর রসিদ, বীর মুক্তি যোদ্ধা আবদুল বারেক, বীর মুক্তি যোদ্ধা হাসেন আলি সহ মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সবাই মরহুমের রুহের মাগফিরাত ও তাঁর জান্নাত কামনা করেন।
উপজেলার খিদির পুর ইউনিয়নের বীর আহম্মদ পুর গ্রামের আবদুল সোবাহানের ৩য় সন্তান ছিলেন আবদুল মতিন। গত শনিবার তিনি মারা যান। রবিবার সকাল ১১টায় সাগরদী হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার পর তাঁর মরদেহ পারিক কবরস্থানে দাফন করা হয়।