মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

মনোহরদীতে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

Reporter Name / ১৯৮ Time View
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে রাস্তার পাশ থেকে কাগজে মোড়ানো নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিমদিকের সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। তার বয়স একদিন। নবজাতকটির বাবা-মার সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, ভোরে স্থানীয় এক ব্যক্তি রাস্তায় হাঁটতে বের হলে রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পান। পরে পুলিশকে জানালে তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, শিশুটির চিকিৎসায় আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, নবজাতকটির শারীরিক অবস্থা বেশ ভালো। তারপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত মোঃ ফরিদ উদ্দিন জানান, নবজাতককের বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category