মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম।
তিনি বলেন, একটি সুশিক্ষিত জাতি গড়ে তোলার জন্য শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজবোধের শিক্ষা দিতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলে একসঙ্গে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল উদ্দিন আকন্দ, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসান মাহমুদ, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম প্রমুখ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল উদ্দিন আকন্দ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু অপরাধ দমনে নয়, সামাজিক সচেতনতা তৈরিতেও কাজ করছে। তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে আমরা সবসময় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে আছি।
সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
ডা. মো. রাশেদুল হাসান মাহমুদ বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু শরীর নয়, ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি নরসিংদী প্রেস ফোরামের সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে সঠিক পথে এগিয়ে নিতে। তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে মানবিক, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে আমাদের সকলের লক্ষ্য।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলার লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. নুরুজ্জামান ইকবাল, এডভোকেট আমিরুল হক, শিক্ষক সুপ্রজিৎ দাস, রাজনৈতিক নেতা নান্নু মিয়া ও রায়হান উদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য রুকন উদ্দিন মেম্বার, খিদিরপুর ইউপি ৫নং ওয়ার্ড সদস্য দুলাল মিয়া, মিলন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খ. ম. কামরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের চরিত্র গঠনই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রামপুর উচ্চ বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল ইসলাম (নাজিম উদ্দিন)। তিনি বিদ্যালয়ের অর্জন, ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গান, কবিতা ও নাটকের মাধ্যমে মাদকবিরোধী বার্তা তুলে ধরা হয়।







