রিয়া পাল তিথী, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে ব্রক্ষ্মপুত্র নদীতে গোসল করতে নেমে এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
৪ ঘন্টা পর নদী থেকে তার ভাসমান অচেতন দেহ উদ্ধারের পর চিকিৎসক কর্তৃক মৃত ঘোষনা করেন।
সোমবার (১৩ই জুন) দুপুরে মনোহরদী- খিরাটি বাজার সংলগ্ন ব্রীজের নীচে পুরাতন ব্রম্মপুত্র নদীতে গোসল করছিলো একদল যুবক। সেখানে ডুব দিয়ে নিখোঁজ হয় আরাফাত (২৫)।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি শেষে ৪ ঘন্টা পর সন্ধ্যে সাড়ে ৬টার দিকে মনোহরদী-খিরাটি ব্রীজের সামান্য দক্ষিণে নদী থেকে তার ভাসমান অচেতন দেহ উদ্ধার হয় করা হয়। চিকিৎসার্থে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরাফাতকে মৃত ঘোষনা করা হয়েছে।
মৃত আরাফাত মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ী গ্রামের আতিকুর রহমানের ছেলে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন, বিস্তারিত জানতে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছেন।