রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের বাংলোর পাশে শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে অফিসার্স ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন,আমাদের মধ্যে ভালোবাসার বন্ধনটা মজবুত এবং অফিসারদের জড়তা ও দূরত্ব দূর করার জন্য এ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। অফিসার্স ক্লাব, ময়মনসিংহ জেলার অফিসারদের চিত্ত বিনোদন ও নবশক্তিতে উদ্যোমী করে গড়ে তুলবে। আমি আপনাদের অনুরোধ করবো নিয়মিত এখানে আসবেন, পরস্পর ভাববিনিময় করবেন এবং কিভাবে আমাদের ময়মনসিংহ শহরকে আরো বেশি ডেভলপ করা যায় সে চিন্তা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ময়মনসিংহ সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। অনুষ্ঠানে ক্লাবের গঠনতন্ত্র পাঠ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

উদ্বোধনে ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category