ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
শনিবার সন্ধ্যার পর ফুলবাড়িয়ার আছিম বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার বিকালে গোপন সংবাদে খবর পেয়ে এসআই মোঃ কমল সরকার ও এসআই মোঃ হাবিবুর রহমান সংঙ্গীয় ডিবি ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ফুলবাড়ীয়ার আছিম বাজারস্থ একটি খাবার হোটেলের সামনে থেকে ৪ মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন, শাকিব মিয়া, মোঃ রাহাত ওরফে মোহন ও মোছাঃ জেসমিন আক্তার। তারা সকলেই বিজয় নগর, ব্রাহ্মণবাড়ীয়ার বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে ফুলবাড়িয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।