ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা সড়কের দক্ষিণ বাজার জামান ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা আপন ভাই বোনসহ নিহত হয়েছে ২ জন এবং মাইক্রোবাসে থাকা আরো তিন জন আহত হয়েছে।
৩১ মার্চ রবিবার সকাল প্রায় ৭ টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে শেরপুরগামী মিথুন সুপার বাস(ঢাকা মেট্রো-ব-১১-১১৩৮) ও শেরপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-৩৪০৪)এর মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যায় আপন ভাই আনাছ আহনাফ(২) এবং বোন মাশুরা মোকাদ্দেছ তানাছ(১৬) এবং বাবা মা সহ আহত আরও তিন জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াজেদ আলী। তিনি আরও জানান নিহত ও আহতদের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দীর থানার চরশিমুলচরা গ্রামে। বাস ও মাইক্রোবাসটি থানা হেফাজতে আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।