এস এম হোসেন আলী, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে আলোচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলায় ৬ আসামিকে মৃত্যুদণ্ড ও ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দু’জনকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ ও ইদ্রিস আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মোফাজ্জল হোসেন রুবেল ও দুলাল মিয়া।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলির (পিপি) পিযুস কান্তি সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জমির প্রকৃত মালিকদের পক্ষে ও স্থানীয় জমির দালালদের বিপক্ষে কাজ করতেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাষ্টার। তার হস্তক্ষেপের কারনে ন্যায্য মূল্য ছাড়া সাধারন মানুষের জমি জোর জবরদস্তি করে দখলে নিতে পারত না দালালরা। সাধারন মানুষের পক্ষ নেয়াটাই কাল হয় মতিন মাষ্টারের। স্থানীয় রাজনীতি ও আকিজ গ্রুপের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই ২০১৮ সালের ৩ জুলাই খুন হন তিনি।