ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন নামিদামী ব্রান্ডের মদের চালান সহ তিন জনকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২ টা ৩০ মিনিটের সময় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে নেত্রকোনার লেঙ্গুরা হতে ঢাকাগামী মা মনি এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো ব ১৩-১০৬৬) বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে বাসের নিচের অংশে অতিরিক্ত চাকা রাখার স্থানে ৩ টি ছোট চটের বস্তার ভিতর ভারতীয় বিভিন্ন নামিদামী ব্রান্ডের ৬৩ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত ভারতীয় মদের বোতল মদ বহনকারী বাস এবং চালক,সুপারভাইজার ও হেলপারসহ তাদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন আটক করে ত্রিশাল থানায় নিয়ে আসা হয়েছে।
আটককৃতরা হলেন-নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার রামনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ কাঞ্চন মিয়া (২৭)একই উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত(২২)ও শান্তিপুর গ্রামের আইনুল মিয়ার ছেলে রিফাত মিয়া বাবু (২৪)।
এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালিয়ে বাসের অতিরিক্ত চাকা রাখার স্থানে সুকৌশলে ৩টি বস্তা ভর্তি অবস্থা হতে ভারতীয় বিভিন্ন নামিদামী ব্রান্ডের মদ উদ্ধার করা হয়েছে। ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে থানায় নিয়ে এসে ২৫-বি(২) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।