এস এম হোসেন আলী ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে এক কেজি গরুর মাংস ও ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ১ ডজন ডিমও।
জানাগেছে- রমজান উপলক্ষ্যে স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের জন্য জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২১ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। যা সপ্তাহে চলবে দুই দিন। প্রথম দিনেই মাংস কিনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়ে হিমশিম খেতে হয় আয়োজকদের। মাংস-ডিম কিনতে লাইনে দাঁড়াতে দেখা যায় দিনমজুর থেকে চাকুরীজীবিদের।
এ সময় অনেকে ঘণ্টাখানেক পর্যন্তও অপেক্ষা করেন মাংস ও ডিমের জন্য। শেষ পর্যন্ত সাধারণ বাজারের তুলনায় ২০০ টাকা কমে গরুর মাংস এবং ১২ থেকে ১৩ টাকা প্রতি ডজন ডিম কিনতে পেরে খুশি আগত ক্রেতারা।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল হক মৃদুল জানান, রমজান মাসে এখন থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার থাকবে এই আয়োজন। জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে কিছু ভর্তুকি দিয়ে চালানো হচ্ছে এ কার্যক্রম। পাশাপাশি কিছু দানশীল ব্যক্তিও এতে সহযোগিতা করছেন।