ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-২ এসআই (নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন কলতাপাড়া বাজারস্থ ময়মনসিংহ হইতে কিশোরগঞ্জ গামী রাস্তার দক্ষিণ পার্শ্বে হোটেল অতিথি এন্ড বিরিয়ানি হাউজ এর সামনে ফাঁকা জায়গা হতে ৩১ ডিসেম্বর রবিবার সাড়ে ৮ ঘটিকায় ১২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ রাকিব (৩০), মোঃ শহিদুল ইসলাম (৫৫), সাং- বিসকা পূর্বপাড়া, থানা-তারাকান্দা উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ১২ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।