শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর জেলা কমিটি গঠন ও আলোচনা সভা

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

ময়মনসিংহ প্রতিনিধি:

“ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন”এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ময়মনসিংহ নগরীর দূ্র্গাবাড়ী রোডে অবস্থিত “গ্রীণ পার্ক রেস্টুরেন্টে” ২৭ আগস্ট রবিবার দুপুরে বিভিন্ন উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে ময়মনসিংহ জেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আকরাম হোসাইন সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উক্ত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন”এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার তালুকদার। কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ।

এ সময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোখলেছুর রহমান দাদা ভাই, মীর্জা মনজুরুল ইসলাম, আব্দুল কাদের, এস এম হোসেন আলী, সালাউদ্দিন উজ্জ্বল, রাকিবুল হাসান ফরহাদ, আমিনুল ইসলাম, আশরাফ আলী ফারুকী, আব্দুল মতিন মাসুদ, মোরসালিন, শওকত হাছান, জাহাঙ্গীর আলম, ছাইফুল ইসলাম, সোহানুর রহমান সোহান, আলাদীন সানী, মমতাজ পপি প্রমূখ।
এ সময় ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলা থেকে আগত সাংবাদিকদের নিয়ে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং উক্ত সময়ে বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটি সহ মোট ৪৫ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল