শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

মাছের পিকআপে ১শত কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাক্ষনবাড়িয়ার আশুগঞ্জ থেকে মাছের পিকআপে ১শত কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

রোববার (১৩ নভেম্বর) ভোর ৬ টা সময় র্যা ব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পে একটি আভিযানের দল গোপন সংবাদের ভিত্তিতে বি বাড়ীয়ার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলামের সেতুর টুল প্লাজা সামনে অভিযান চালিয়ে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হারাইয়া গায়ে বাজার গ্রামের আজিজুল মিয়ার ছেলে মোঃ আলমগীর (২১)। এই সময় ধৃত আসামী দখল হতে একটি পিকআপ গাড়ি তল্লাশি করে মাছের গাড়ির ভিতর হতে গাড়িটির বর্ডির নিচে অভিনব কায়দায় বক্সের মধ্যে রক্ষিত অবস্থায় ৫০ প্যাকেটে ১শত কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যা ব-১৪ ভৈরব ক্যাম্প সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আক্কাস আলী জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা গাঁজা দেশের বিভিন্ন স্থানে ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল