হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো বাংলা গানের নতুন প্ল্যাটফর্ম ‘মিউজিক আলফা’।
শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকসহ সবার সমন্বয়ে এ প্ল্যাটফর্ম। এখানে সবাই সমানভাবে কাজ করবে এবং সমান রিভিনিউর অধিকারী হবে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রে ১৫ই অক্টোবর সন্ধ্যা ৬টায় লোগো উন্মোচনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন আবদুল মুক্তাদির (যুগ্ম সচিব, সংস্কৃতি মন্ত্রনায়), ড.জাকিরুল আবেদীন আপেল (যুগ্ন সচিব, আইন ও বিচার বিভাগ) নাঈমা সূবর্না, (যুগ্নসচিব জনপ্রশাসন) ও সংগীত শিল্পী সুজিত মুস্তফা, ক্লোজআপ তারকা সাব্বির, শিল্পী শান শায়েক অন্তর রহমান, ও গীতিকার এন আই বুলবুলসহ আরও অনেকে।
মিউজক আলফা আইয়ের পরিকল্পনাকারী সংগীতশিল্পী শান শায়েক বলেন, গীতিকার সুরকার-সংগীতপরিচালক ও কয়েকজন শিল্পীর সম্বনয়ে আমাদের মিউজিক আলফা। এখানে আমরা প্রত্যেকে সমানভাবে কাজ করছি। বাংলা গানকে আরও সমৃদ্ধ ও ছড়িয়ে দিতে আমাদের এ প্ল্যাটফরম। এ যাত্রায় আমরা সবার সহযোগীতা প্রত্যাশা করছি।