সুমন হোসেন, নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের শার্শায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে শার্শার রামপুর বাজার এলাকায় ২টি বেকারীতে এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হলো, সরদার বেকারির খাবারে ক্ষতিকর শিল্প লবণ, সাল্টু ও স্যাকারিন ব্যবহার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার দায়ে ১৫ হাজার টাকা ও একই এলাকার আল আমিন বেকারির খাবারে ক্ষতিকর শিল্প লবণ ও স্যাকারিন ব্যবহার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। দুটি বেকারির কোনোটিই বিএসটিআই-এর লাইসেন্স সংগ্রহ করেননি বলে জানা গেছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের এই বাজার তদারকিকালে জব্দকৃত শিল্প লবণ ধ্বংস করা হয় এবং বেকারি মালিককে ১৫ দিনের মধ্যে কারখানার পরিবেশ মানসম্মত এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব।
সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান কতৃপক্ষ।