নিজস্ব প্রতিবেদক:
যশোরে ৫৫বোতল ফেনসিডিলসহ ১জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর ২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান চালায়। রাত পৌনে ১১টায় চৌগাছা থানাধীন টেংগুরপুর গ্রামস্থ মেসার্স সর্দার ব্রিকস্ এর সামনে চৌগাছা টু মহেশপুর গামী পাঁকা রাস্তার উপর হতে মোঃ রুবায়েত হাসনাত রোকন (২০) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি জেলার চৌগাছা থানার রাজাপুর গ্রামের (বর্তমানে কোতয়ালী থানার পালবাড়ী কবরস্থান রোড আইয়ুব সাহেবের বাড়ীর ভাড়াটিয়া) মোঃ জহুরুল ইসলামের ছেলে। তাকে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৬৫.০০০/= (এক লক্ষ পয়ষট্টি হাজার) টাকা।
এ ঘটনায় এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।