মোঃ সুমন (রাঙ্গামাটি):
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর রোববার (৪ সেপ্টেম্বর) ফরিদপুরে হামলার প্রতিবাদে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সারাদেশে ন্যায় রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে কৃষক দল।
আজ ৫সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ ঘটিকার সময় রাঙ্গামাটি পৌরসভার সামনে জাতীয়তাবাদী বিএনপির কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি রাঙ্গামাটি সদর পৌরসভা এলাকা হতে উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক অলোক প্রিয় চৌধুরী (রিন্টুর) সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ন-আহবায়ক তারা মিয়া, রবিউল হোসেন (বাবলু), সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ও পৌর এলাকার কৃষকদলের নেতৃবৃন্দ, রাজস্থলী উপজেলা কৃষকদলের মোঃ সুমন সহ রাঙ্গামাটি জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইসময় অলক প্রিয় চৌধুরী রিন্টু বলেন নিশিরাতের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানো ভয়ে সারাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকমীর্দের উপর হামলা শুরু করেছে। এই হামলার বিচার বাংলাদেশের মাটিতে একদিন আমরা অবশ্যই করবো।