মোঃ সুমন, রাজস্থলী (রাঙ্গামাটি):
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি সংস্থা কারিতাসের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা কারিতাস অফিসে অনুষ্ঠিত হয়।
১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘঠিকার সময় সিপিপি জাস্ট ইকোলজিক্যাল ট্রানজিশন এগো- ইকোলজি প্রোগ্ৰাম ইন দ্যা সি এইচ টির আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, সাংবাদিক হারাধন কর্মকার, ইউপি সদস্য উদয় তংচঞ্চ্যা, ইউপি সদস্যা রসনাথি ত্রিপুরা, প্রধান শিক্ষক পাইথুইঅং খেয়াং, মোহন ত্রিপুরা,সত্যজিৎ তংচঞ্চ্যাসহ প্রকল্পের উপকারভোগীবৃন্দ। সভায় পাড়ার বেশ কয়েকটি সমস্যা কথা উপস্থাপন করা হয়।