রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুন) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব রাজারহাট চত্বর থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, আলহাজ্ব অধ্যক্ষ সফিকুল ইসলাম (রানা), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপি, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বিপ্লব আলী, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, ছাত্রলীগ নেতা মো: আব্দুস ছালাম প্রমূখ।