রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে দীর্ঘদিন কয়েক যুগ পর প্রভাবশালীদের দখলে থাকা চতলার বিলের সীমানা নির্ধারণ ও জবর দখলকৃত ৭ একর জমি উদ্ধার করেছে সহকারী কমিশনার(ভূমি) আকলিমা বেগম।
বৃহস্পতিবার (২৬মে) সকালে রাজারহাট থানার পুলিশের সহযোগীয়তায় এ জমি উদ্ধার করা হয়। চতলার বিলের জবরদখলে থাকা ৭ একর জমি উদ্ধার শেষে সীমানা নির্ধারণ করে লিজকৃত ইজারাদারকে বুঝিয়ে দিয়েছেন রাজারহাট সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন তহসিলদার মোজাম্মেল হক, সার্ভেয়ার আব্দুল আউয়াল,রাজারহাট থানার এসআই মিজানুর রহমান, এএসআই ইসমাইল হোসেন।
উল্লেখ্য, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ মৌজায় ১৫ একর ৭০ শতাংশ জমিতে চতলার বিল রয়েছে।