জাহেদ হাসান, কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং, রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়িতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ইটভাটা ও পাহাড়ের মাটি পাচারের দায়ে জরিমানা করেছে।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার এ অভিযান পরিচালনা করেন।
রামু উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রামু খুনিয়া পালং এর বিকেবি ইটভাটায় বনের কাঠ পুড়ানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বিপুল পরিমাণ কাঠ জব্দ করে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ এর জিম্মায় দেয়া হয়েছে।
একইদিন রাজারকুল পাঞ্জেগানা এলাকায় রেজিস্ট্রেশন বিহীন যান ব্যবহার করে অবৈধ বালু পরিবহন করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা এলাকায় মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার জানান, উপজেলা প্রশাসনের দিনব্যাপী অভিযানে একটি ইটভাটা ও লাইসেন্স বিহীন গাড়িতে করে বালু পাচারের দায়ে জরিমানা আদায় সহ একটি পাহাড় কাটার স্হান পরিদর্শন করা হয়েছে। আজকের অভিযানে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ সহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।