সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

রায়পুরায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ লক্ষ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

Reporter Name / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ টি ড্রেজার মেশিন জব্দ ও ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ।

অভিযান চলাকালে স্থানীয় চেয়ারম্যান মোমেন সরকার ও ফাঁড়ি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রায়পুরা উপজেলার চাঁনপুর এলাকার জব্বার মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০) নামে ড্রেজারের মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে ওই এলাকা থেকে পান্থশালা ঘাটে নিয়ে এসে স্থানীয় ইউপি সদস্যের জিম্মা রাখা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে আর কাউকে আটক করা যায়নি। জড়িতরা অভিযান টের পেয়ে অন্যত্র সরে যায় বলে জানা যায়।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, “মেঘনা নদীতে ব্রাক্ষণবাড়িয়া জেলার একটি মৌজাতে বালু মহাল ইজারা রয়েছে। আমরা খবর পেয়েছি বেশকিছুদিন ধরে ওই মৌজা সীমানা ছাড়িয়ে নরসিংদীর রায়পুরার চাঁনপুর সীমানা থেকে তাঁরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করি।

তিনি আরো জানান ” নরসিংদীর রায়পুরা উপজেলায় এসময়ে বৈধ বালু মহাল নেই। আমাদের ডিসি স্যার ও ইউএনও স্যার এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকার নির্দেশনা দিয়েছেন। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নজরদারি থাকবে ও অভিযান অব্যাহত থাকবে”।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার জানান, ড্রেজার মালিককে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যা অনাদায় তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
তিনি আরো বলেন, এখন ও টাকা জমা দেয়নি, জরিমানার টাকা জোগাড় করছে, যদি জরিমানার টাকা দিতে ব্যর্থ হয় তবে জব্দকৃত ড্রেজার নিলামে বিক্রির মাধ্যমে উক্ত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category