রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নে অবস্থিত ইউনিটি আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার দিনব্যাপী প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অলিপুরা ইউনিয়নের সাবেক্ব চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত আলী আহমেদ দুলু।
প্রধান উপদেষ্ঠা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজী) মডারেটর ও বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকবি ও গীতিকার মো. আব্দুল মতিন মিয়া।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হুমায়ুন কবির বাহাদুরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মুহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ কাজল মিয়া, ইউপি সদস্য মহর আলী মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী বিশ^জিৎ চন্দ্র দাস, তুলাতলী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল ইসলাম খান সাইফুল, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, বোয়ালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুন অর রশিদ প্রমূখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
পরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা দেশাত্ববোধক সহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন।