ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
‘এগারো পেরিয়ে বারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় এশিয়ান টিভির ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এশিয়ান টিভির রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজনীর শহীদ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পাদ অফিসার মো. আজহারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হাবিব ফরহাদ আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. সোহাগ হোসাইন, বাংলাদেশ প্রিক্যাটেড অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি শিতল চন্দ্র ও সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদ।
এতে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূর উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি এস এম শরীফ, সাবেক সভাপতি মো. মোস্তফা খান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. অহিদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্ঠা তৌফিকুল ঘশ, সাধারণ সম্পাদক অজয় সাহাসহ অনেকে।