রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮আগস্ট) সকালে রায়পুরা উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা ৮জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ৭ জনকে নগদ অর্থ প্রদান করে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, সহকারি কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামালগীর আলম প্রমূখ।
পরে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ হয়।