মো. মোস্তফা খান:
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকালে অনুষ্ঠিত টানা ছয় বারের সাংসদ ও সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় জনতার উপস্থিতি ছিল লক্ষনীয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৫ রায়পুরা থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি এড. ইউনুস আলী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, নৌপরিবহন মন্ত্রনালয়ের সাবেক সচিব মনিরুজ্জামান নিসার, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, কোষাধ্যক্ষ মঞ্জুর ইলাহী, পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম শাহীন, শ্রীনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মোতালেব মেম্বার, সাধারণ সম্পাদক মো. ফিরুজ মিয়া প্রমূখ।
বক্তাগণ রাজু এমপির নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হওয়ায় তাকে বরবেশে বরণ ও মিজান চৌধুরী উপজেলা চেয়ারম্যান, এর আগে ভাইস চেয়ারম্যান থাকাকালে ১০ বছরেও কোন উন্নয়ন না করায় তাকে বর্জন করেছেন বলে মন্তব্য করেন বক্তারা।
এসময় প্রধান অতিথি মেঘনার উপর ব্রীজ নির্মানের অঙ্গীকার ব্যক্ত করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।