রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে নতুন সংযোজন কমিউনিটি আই সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩রা সেপ্টেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সংযোজন কমিউনিটি আই সেন্টারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন খান মোহাম্মদ জাহাঙ্গীরসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাঃ নুর উদ্দিন খান মোঃ জাহাঙ্গীর জানান, এখানে চক্ষু রোগীদের বিশেষ সেবা প্রদানের জন্য এটা হল প্রধানমন্ত্রী বিদেশে উদ্যোগ। চোখের যাবতীয় চিকিৎসা, চশমা প্রদান, চোখের ছানি অপারেশনের সকল ব্যবস্থা করা হয়েছে, এমনকি অপারেশনের পর প্রয়োজনীয় লেন্সের ব্যবস্থা করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ এবং উদ্দীপনার এ সংযোজনটির কার্যক্রম আজ থেকে শুরু হলো।