রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রত্যাশা প্রকল্প-২) এর আওতাধীন প্রবাসবন্ধু ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর মার্কাজ মোড় ব্র্যাক এরিয়া কার্যালয়ে প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুর এর সঞ্চালনায় চর বেলাব ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক আলতাফ হোসাইন এর সভাপতিত্বে সাধারণ সভায় চার বছর মেয়াদী ১৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
১৫ সদস্য কার্যকরী কমিটির সভাপতি আব্দুল জলিল ও সাধারন সম্পাদক সোহেল রানা মনোনীত হয়েছেন।
এ সময় গোপন ভোটের মাধ্যমে বিপুল ভোটে সহ সভাপতি নির্বাচিত হন সাংবাদিক এস এম শরীফ মিয়া।
কমিটির অন্যান্য মনোনীত সদস্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক মো: সেলিম মিয়া, কার্যকরী সদস্য- পারুল বেগম, সাংবাদিক মনিরুজ্জামান, আলতাফ হোসাইন,কামাল হোসেন, সম্পা বেগম, শওকত আলী,শারমিন জাহান, রাফেজা আক্তার, পারভীন বেগম ও ব্র্যাক প্রতিনিধি শাদমান কুরাইশি শাকিব পর্যবেক্ষক সদস্য মনোনীত হয়েছে।
বৃহত্তর রায়পুরা উপজেলার প্রবাসবন্ধু ফোরাম গঠন করা হয় অভিবাসন সেবা নিশ্চিত করার জন্য। বিদেশ ফেরতদের সহায়তা ব্র্যাকের এ মাইগ্রেশন প্রোগ্রাম ( প্রত্যাশা প্রকল্প-২) চালু করা হয়েছে।