রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে মোহনা টেলিভিশনের ১৫তম বছরে পদার্পণ অনুষ্ঠান।
মোহনা টেলিভিশনের রায়পুরা উপজেলা প্রতিনিধি বিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার রঞ্জন বিশ্বাস, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তফা খান, ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেক আহমেদ পলাশ, দপ্তর সম্পাদক একেএম সেলিম, জনকন্ঠের প্রতিনিধি অজয় সাহা সহ রায়পুরায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম শরীফ মিয়া।
বক্তাগণ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মোহনা টেলিভিশন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও শোষিত-বঞ্চিত গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা ও অগ্রগতি কামনা করেন।