তাছলিমা আক্তার, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার সিরাজনগর (নয়াচর) বিএনপি পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মাধবদী ফুটবল একাডেমি বনাম রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার অংশগ্রহণে রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার টাইব্রেকারে ৬-৫ বিজয়ী নিশ্চিত করে।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) বিকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর (নয়াচর) উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মাহবুবুল আলম ইলিয়াছের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন।
খেলার উদ্বোধন করেন রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান বাবুল, পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ঠিকাদার মো. মিলন মিয়া, প্রবাসী মোহাম্মদ আসাদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. শহিদুল্লাহ ডিলার, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইছব মিয়া প্রমূখ।
খেলা শেষে প্রধান অতিথি নাজমুল হক ভুইয়া মোহন সিরাজনগর (নয়াচর) বিএনপির পরিবার কল্যাণ সংঘ সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: alokitokhobor@gmaik.com