Headline :
সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন; সভাপতি মামুন, সম্পাদক শিয়াব সাবেক এমপি রাজুর নেতৃত্বে এলাকায় খুনাখুনি লুটপাট হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে, বিএনপি এসব রাজনীতি করে না: ইঞ্জিনিয়ার আশরাফ শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাদেরসহ ৯৭ জনের নামে হত্যা মামলা রায়পুরায় প্রতিপক্ষের গুলিতে নিহত ৬; হত্যাকারীদের বিচারের বাদীতে মানববন্ধন কিশোরগঞ্জে মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন মনোহরদীতে প্রতারণা করে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন কুলিয়ারচরে উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মনোহরদী প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন; আসাদ সভাপতি-ইসমাইল সম্পাদক লাকসামে বন্যাদূর্গত আশ্রয়কেন্দ্রে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বেলাবতে বীর মুক্তিযোদ্ধা ইমান আলী পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে হানাদার মুক্ত দিবস। শনিবার (১০ ডিসেম্বর রায়পুরা মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি গুলোর মধ্যে ছিল পুষ্পস্ত বর্ফন বর্ণঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

সকালে রায়পুরা উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবসের শুভ সূচনা করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের নেতৃত্বে পুষ্পাস্তবক অর্পণ কালে উপস্থিত জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মোতালিব পাঠান, উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ।

পরে সকাল সাড়ে দশটায় রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে একাত্তরের রণাঙ্গনে অংশ নেওয়া উপজেলার মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস‍্যেদর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস এই দিনটিকে বর্তমান প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে উপজেলা মুক্তিযোদ্ধারা বেলা ১১ টা একটি গাড়িবহর বের করে। গাড়িবহরটি রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বারৈচা, নীলকুঠি, সাপমারা ও রায়পুরা বাজার হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় গাড়িবহর থাকা বীর মুক্তিযোদ্ধারা লাল সবুজের জাতীয় পতাকা নাড়িয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে হানাদার মুক্ত দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ সংসদীয় আসনের সাংসদ সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মোতালিব পাঠান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম‍্যান তাহমিনা মানিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার আরমান মিয়া, লস্কর আলী প্রমূখ।

অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল