রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকের মৃত্যু হয়। এতে আহত হন অটোরিকশার তিন যাত্রী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলা মিজার্পুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিন যাত্রীকে উদ্ধার করে কিশোরগঞ্জের ভৈরবে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
নিহত অটোরিকশা চালকের নাম সবুজ মিয়া (২৫)। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউরনগর এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘনকুয়াশার মধ্যে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি চাল বোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ডেনিশ কম্পানির একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় গাড়ি দুটি মুখোমুখি চলে আসে। এ পযার্য়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্লে অটোরিকশার চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হন অটোরিকশায় থাকা তিন যাত্রী। পরে তাদের উদ্ধার করে ভৈরবে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া সাংবাদিকদের জানান, একজন নিহত হওয়ার খবর পেয়েছি। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।