রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিশেষ আলোচনা সভা ও যুব ঋন বিতরণ অনুষ্ঠিত হয়।
পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী সকালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে বিশেষ আলোচনা সভা ও যুব ঋন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম প্রমূখ।