বিনা আক্তার, স্টাফ রিপোর্টার:
নরসিংদী রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে রায়পুরা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যা লী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
রায়পুরা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাদিম কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা ছাত্র লীগের সভাপতি আসাদুল হক সাকিল, সিনিয়র সভাপতি আল-আমিন ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ আলোচনা সভায় অংশ নেন। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: alokitokhobor@gmaik.com