রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের ১০৭ নং বীরগাঁও (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। পর্যায়ক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কয়েকটি ধাপে খেলা পরিচালনা করা হয়।
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শাদেকুর রহমান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ণ নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহিদ উল্লাহ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নিলক্ষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. আক্তারুজ্জামান শামীম, রায়পুরা উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রহমান, ১০৭নং বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: সফিকুল ইসলাম (খোকা মাস্টার), রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, নরসিংদী সিএইচপিপি এসোসিয়েশন এর সভাপতি শাহীন সরকার, সহ আরো অনেকে। শেষে খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।