রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দূর্বৃত্তের দেয়া আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ওই স্কুলের ১টি অফিস কক্ষের কাগজপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় রোববার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে শনিবার আনুমানিক রাত সাড়ে দশটায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় ও স্কুলের শিক্ষক জানান, শনিবার রাতে অফিস সহকারী কাম নৈশপ্রহরী এবং স্থানীয়রা হটাৎ অফিস কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙে দীর্ঘ চেষ্টায় আগুন নিবাতে সক্ষম হয়। কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার খয় ক্ষতির ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা সরকার বলেন, ‘রাতে নৈশপ্রহরী ফোন করে জানান সে খাবার খেয়ে ফিরে এসে অফিস রুমে ধুঁয়া ও আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে আগুন নিবাতে সক্ষম হয়। এর আগে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। স্থানীয় ছেলেরা স্কুল মাঠে খেলাধুলা করতো, তা বন্ধ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা ইর্ষান্নিত হয়েই এই কাজটা করেছে। এতে ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ সংক্রান্ত রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ তদন্ত করেছে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন বলেন, ‘গত কিছুদিন আগে থানায় একটি অভিযোগ দেয়া হয়। ধারণা করা হচ্ছে তারাই এই ঘটনা ঘটাতে পারে। এটা খুবই নেক্কার জনক ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি দেখা হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন জানান, থানায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত করেছি।